Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

63খোলা বাজার২৪, বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬: বড় বোনের বাচ্চা কাঁদছিল। আর ছোট বোন তানজিলা খাতুন (১২) দেখছিল ভারতীয় সিরিয়াল ‘কিরণমালা’। তাই ছোট বোনের ওপর রেগে তাকে মারধর শুরু করেন বড় বোন। এ সময় পালাতে গিয়ে ইটের ওপর পড়ে বুকে চোট পায় ছোট বোন। আর এতেই তার মৃত্যু হয়।

বুধবার সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আঁচুয়া কসাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তানজিলা উপজেলার মাটিকাটা গ্রামের জেনারুল ইসলামের মেয়ে। পুলিশ বড় বোন শিল্পী খাতুনকে (২০) আটক করেছে।
স্থানীয়রা জানান, বেশ কিছু দিন আগে তানজিলার মা হেরোইনসহ পুলিশের হাতে গ্রেফতার হন। এরপর থেকে তানজিলা আঁচুয়া কসাইপাড়া গ্রামে তার দুলাভাই হারুন বাবুর বাড়িতে থাকতো। বুধবার সকালে ওই তানজিলা পাশের বাড়িতে ভারতীয় টিভি সিরিয়াল ‘কিরণমালা’ দেখছিল। শিল্পী খাতুন সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তার শিশু সন্তান কান্না করছিল। তানজিলা বাড়িতে না থাকায় শিল্পী তার ওপর ক্ষিপ্ত হন। পরে তিনি পাশের বাড়ি গিয়ে তানজিলাকে মারপিট শুরু করেন। এক পর্যায়ে তানজিলা তার কাছ থেকে পালাতে গিয়ে ইটের ওপর পড়ে। এতে সে বুকে আঘাত পায়। তাকে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিফজুল আলম মুন্সি বলেন, বড় বোন শিল্পী খাতুনের ধাওয়া খেয়ে পড়ে গিয়ে তানজিলার মৃত্যু হওয়ায় তাকে আটক করা হয়েছে।