Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

70খোলা বাজার২৪, বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬: সাতটি দল নিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। আগামী ৪ নভেম্বর মাঠে গড়াচ্ছে বিপিএল। সামনের আসরে আবারও ফিরছে খুলনা ও রাজশাহী।

আজ বুধবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।
গত আসরের মতো এবারের বিপিএলে অংশ নেবে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, কুমিল্লা। এ পাঁচটি দলের সঙ্গে যুক্ত হচ্ছে খুলনা ও রাজশাহী। এবারের বিপিএলে থাকছে না সিলেট।
৭ ডিসেম্বর শেষ হবে বিপিএলের চতুর্থ আসর।
২০১২ সালে প্রথম মাঠে গড়ায় বিপিএল। পরের বছর আয়োজিত হয় দ্বিতীয় আসর। ২০১৪ সালে বিপিএল অনুষ্ঠিত হয়নি। ২০১৫ সালে আয়োজিত হয় বিপিএলের তৃতীয় আসর।
প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। তৃতীয় আসরে প্রথমবারের মতো অংশ নিয়েই জয়ী হয় কুমিল্লা ভিক্টোরিয়ানস। তিনটি দলকেই নেতৃত্ব দিয়েছেন জাতীয় দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।