Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

78খোলা বাজার২৪, বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬: তারেক আজিজ: চাঁপাইনবাবগঞ্জ জেলা এক্সট্রা মোহরার (নকল নবীশ) এসোসিয়েসন জেষ্ঠ্য লঙ্ঘন তা বিধমালা করে একজন সর্বকনিষ্ঠ নকল নবীশকে টিসি সহকারী পদে নিয়োগের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচী পালন করেছে। বুধবার সকাল সাড়ে ১০টায় রেজিস্ট্রি অফিসে সভার পর দুপুর সাড়ে ১২টায় শতাধিক নকল নবীশ মিছিল নিয়ে শহর প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। পরে পূনরায় মিছিল সহকারে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আরেকদফা মানববন্ধনে মিলিত হয়। এখানে বক্তব্য দেন সমিতির সদ্য বিলূপ্ত কমিটির সভাপতি আব্দুর রহিম,সদস্য আল-আমিন প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন আহব্বায়ক কমিটির সদস্য আবু বক্কর,মশিউর রহমান,সুলতানা আরাবী,সুমেরা বেগম প্রমূখ। এরপর সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবর বিধি ভঙ্গ করে নিয়োগ না দেবার জন্য আবেদনপত্র প্রদান করেন। লিখিত আবেদনে তাঁরা জেলা রেজিষ্টার ও গোমস্তাপুরের সাব রেজিষ্টারের বিরুদ্ধে অনৈতিকভাবে অর্থ লেনদেনের মাধ্যমে এহেন কর্মকান্ডের অভিযোগ করেন।