বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আজ বুধবার আকিজ গ্রুপকে এসইজেড স্থাপনের প্রাক-যোগ্যতার লাইসেন্স প্রদান করেছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, নির্বাহী সদস্য ড. মো এমদাদুল হক, মোহাম্মাদ আব্দুস সামাদ, হরিপ্রসাদ পালসহ আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন উপস্থিত ছিলেন।
এসময় পবন চৌধুরী বলেন, বেজা এক কোটি লোকের কর্মসংস্থান ও প্রতিবছর অতিরিক্ত ৪০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষে কাজ করছে, যার ধারাবাহিকতায় ব্যক্তিখাতে অর্থনৈতিক অঞ্চল করার এই প্রয়াস।ব্যক্তিখাতে অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের প্রয়াসের মাধ্যমে উদ্যোক্তারা তাদের নিজস্ব ইমেজ ব্যবহার করে বিদেশী উদ্যাক্তাদের এদেশে বিনিয়োগে উৎসাহী করতে সক্ষম হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি জানান, বিনিয়োগ সহজীকরণে বেজা এক জায়গা হতে সব সেবা নিশ্চিত করতে ওয়ান স্টপ আইন নিয়ে কাজ করছে।
আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন বলেন, ময়মনসিংহে এই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হলে প্রায় ২০ হাজার লোকের কর্মসংস্থান হবে। বাস্তবায়নাধীন ইকোনমিক জোনটি ইতোমধ্যে বিদেশী উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে এবং অনেকেই ভারী শিল্প স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে।
প্রথামিকভাবে জোনটিতে সম্পূর্ণ পরিবশেবান্ধব ভাবে পর্টিকেল বোর্ড মিলস্, বায়োক্স ফিল্ম ইন্ডাস্ট্রিজ, এমডিএফ মিলস্, ফরমাল ডিহাইড প্ল্যান্ট ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, বিনিয়োগ সম্প্রসারণে সরকার দেশে ১০০টি বেসরকারী অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নিয়েছে। ইতোমেধ্যে ৯টি প্রতিষ্ঠানকে ১১টি অর্থনৈতিক অঞ্চল করার প্রাক-যোগ্যতার লাইসেন্স প্রদান করা হয়েছে।
খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬: বেসরকারী অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) স্থাপনের অনুমোদন পেয়েছে আকিজ গ্রুপ। ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের অন্তর্গত খাগাতীপাড়া মৌজায় ১০০ একর জমির ওপর এই অঞ্চল স্থাপন করা হবে।