Fri. Apr 25th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬: দেশের ক্রীড়া সাংবাদিক ও লেখকদের সবচেয়ে পুরনো সংগঠন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ) আয়োজিত ‘বিএসপিএ নাইটে’ ২০১৫ সালের বর্ষ সেরা ক্রীড়া সাংবাদিকের খেতাব লাভ করলেন নিউ এজের ক্রীড়া সম্পাদক আজাদ মজুমদার।

আজ রাজধানীর একটি অভিজাত হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তার হাতে এ পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
অনুষ্ঠানে যথারীতি পুরনো রীতি মেনে প্রবীণ ক্রীড়ালেখক ও বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সিনিয়র সদস্য হাসান মাহমুদ বাবলী ও প্রবীণ ক্রীড়া সাংবাদিক ও মুক্তিযোদ্ধা মুজিবুল হককে সম্মাননা জানানো হয়।
২০১৫ সালের সেরা ক্রীড়া সাংবাদিকের পুরস্কারের জন্য প্রাথমিকভাবে তিনজনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। ডেইলি নিউ এজের ক্রীড়া সম্পাদক আজাদ মজুমদার ছাড়াও সংক্ষিপ্ত ওই তালিকায় স্থান পেয়েছিলেন দৈনিক কালেরকণ্ঠের সিনিয়র রিপোর্টার নোমান মোহাম্মদ ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মুজনেবীন তারেক।
প্রতিষ্ঠার পরের বছর অর্থাৎ ১৯৬৩ সাল থেকে খেলোয়াড়, সংগঠক, রেফারি/আম্পায়ার, পৃষ্ঠপোষকদের পুরষ্কৃত করে আসছে বিএসপিএ। এছাড়া ১৯৯৫ সাল থেকে এআইপিএস’ডেতে প্রবীন ক্রীড়া সাংবাদিক ও লেখকদের সম্মানিত করে আসছে সংগঠনটি। কিন্তু বর্তমানে কর্মরত ক্রীড়া সাংবাদিকদের কাজের স্বীকৃতির জন্য এতদিন কোনো পুরষ্কার ছিল না। সেই ভাবনা থেকেই এবার তাদের জন্য চালু করা হয়েছে বর্ষসেরা ক্রীড়া সাংবাদিকের পুরস্কার। এই স্বীকৃতি আয়োজনকে পুর্ণতা দিতেই আয়োজন করা হয় ‘বিএসপিএ নাইট’। প্রথম এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে ম্যাক্স গ্রুপ।