বুধবার সকালে শিশুটির মা বাদী হয়ে তিন জনকে আসামি করে মামলা করেন বলে জানান মির্জাপুর থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন।
আসামিরা হলেন উপজেলা রাজাবাড়ী গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে মনির হোসেন (১৯), এমারতের ছেলে রিপন মিয়া (২০) ও গবড়া গ্রামের খোকন মিয়া (২০)।
শিশুটিকে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
মামলার বরাত দিয়ে ওসি বলেন, রাজাবাড়ী গ্রামের বাসিন্দা মেয়েটি সোমবার রাত ৯টার দিকে শৌচাগারে যাওয়ার জন্য বাইরে গেলে রিপন, মনির ও খোকন মুখে গামছা পেঁচিয়ে তাকে তুলে নিয়ে যায়। পরে তারা পার্শ্ববর্তী এলাকায় নিয়ে শিশুটিকে পালাক্রমে ধর্ষণ করে ফেলে যায়।
“দীর্ঘক্ষণ পরও শিশুটি ফিরে না আসায় তার পরিবারের সদস্যরা খুঁজতে গিয়ে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে।”
পরে তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মঙ্গলবার অবস্থার অবনতি হলে গাজীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান ওসি।