Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
 
কোলেস্টেরলের ওষুধ ও ক্লারিথ্রোমাইসিন একসঙ্গে ক্ষতিকর
খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬: যাদের রক্তের কোলেস্টেরলের জন্য স্ট্যাটিন গ্রুপের ওষুধ সেবন করতে হয় তারা জীবাণুনাশক বা এন্টিবায়োটিক ক্লারিথ্রোমাইসিন এক সঙ্গে সেবন করতে পারবেন না।
বিশেষজ্ঞগণ সম্প্রতি এক গবেষণায় দেখেছেন, কোলেস্টেরল ড্রাগ ক্রেস্টর এক সঙ্গে সেবন করলে কিডনি ক্ষতিগ্রস্ত হওয়াসহ নানা ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। কানাডিয়ান মেডিকেল এসোসিসেয়শনের এক গবেষণা তথ্যে একথা উল্লেখ করা হয়েছে। স্ট্যাটিন হচ্ছে কোলেস্টেরল হ্রাসে ব্যবহৃত সর্বাধিক ব্যবহৃত ওষুধ।
বিশেষজ্ঞগণ বলছেন, তারা গবেষণায় দেখেছেন, যারা স্ট্যাটিন সেবন করেন এবং পাশাপাশি ক্লারিথ্রোমাইসিন সেবন করেছেন তাদের কিডনির সমস্যা ও হাইপারক্লামিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হবার প্রবণতা যারা স্ট্যাটিন এবং এজিথ্রোমাইসিন সেবন করেছেন তাদের চেয়ে বেশি। রক্তে অতিমাত্রায় পটাশিয়াম বেড়ে যাওয়াকে হাইপার ক্লামিয়া বলা হয়ে থাকে।
আর সবচেয়ে মজার ব্যাপার হলো- ক্লারিথ্রোমাইসিন ও অ্যাজিথ্রোমাইসিন একই ধরনের ইনফেকশনে সেবন করতে দেয়া হয়। আর এসব তথ্য দিয়েছেন লন্ডনের লসন হেলথ রিসার্স ইনস্টিটিউটের গবেষক স্ট্যাডি অথার ড. অমিথ গার্গ।