
খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬: ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী
শিরীন জাহান দীর্ঘদিন কিডনী রোগে অসু ̄’ থাকার পর আজ ভোর ৪টায় ইকাল ক
রেছেন
(ইন্নালিল-াহে…….রাজেউন)। তার মৃতু ̈তে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোক বার্তায় বিএনপি মহাসচিব বলেন, মরহুমা শিরীন জাহান শহীদ জিয়ার
আদর্শ ও নীতি বা ̄@বায়নে আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন। মহিলা দলকে
স
ুসংগঠিত ও শক্তিশালী করতে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা এলাকার নেতাকর্মীরা
কোনদিন ভুলবে না। মরহুমার এলাকাবাসীর মতো আমি তার মৃতু ̈তে গভীরভাবে
শোকাহত।
বিএনপি মহাসচিব মরহুমা শিরীন জাহানের বিদেহী আÍার মাগফিরাত কামনা করেন এবং
শোক সš@প্ত পরিবারের সদস ̈, আÍী̄^জ
ন ও শুভানুধ ̈ায়ীদের প্রতি গভীর সমবেদনা
জানান