খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬: ঝিনাইদহে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে বিশেষ অভিযানে ২ জামায়াত কর্মী সহ ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে জেলা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। অভিযানের অংশ হিসাবে সদর উপজেলা থেকে ২ জামায়াত কর্মী সহ বিভিন্ন উপজেলা থেকে ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। জামায়াত কর্মীদের নাশকতার মামলায় এবং বাকিদের বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে।তাদেরক আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।