ভোলাহাটে উপজেলা দুর্ননীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘ আয়োজিত দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা রামেশ্বর পাইলট ইনসটিটিউটেশনের প্রধান শিক্ষক সাদেকুল ইসলামের সভাপতিত্বে বৃহস্পতিবার স্কুল মিলনায়তনে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব হাসান আলী, সহসভাপতি আরিফা খাতুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাও. আব্দুল কাদের, সদস্য গোলাম কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভোলাহাট ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আনেশ আলী, শিক্ষক তৈয়ব আলী, সততা সংঘের সদস্য নিশি ও নুরল আজমসহ অন্যরা।