Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬:  প্রতি কেজি পরিশোধিত লবণের দাম চার টাকা কমিয়ে ৩৮ টাকা নির্ধারণ করেছে লবণ পরিশোধনকারী চার কোম্পানি এসিআই, পূবালী, মোল্লা ও ক্রিস্টাল সল্ট।
এদিকে মধুমতি সল্ট তাদের লবণের দাম তিন টাকা ২০ পয়সা কমিয়ে কেজিপ্রতি ২১ টাকা ৬০ পয়সা করেছে।
এছাড়া দেশে অপরিশোধিত লবণের দাম বস্তাপ্রতি এ হাজার ৩৫০ টাকা থেকে কমে এক হাজার টাকা হয়েছে।
সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশনকে চিঠি দিয়ে এ তথ্য জানিয়েছে পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো।
গত ৭ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় ও লবণ মিল মালিকদের বৈঠকে লবণের দাম কমানোর সিদ্ধান্ত হয়। এরপর লবণের দাম কেজিতে চার টাকা কমানোর সিদ্ধান্ত নেয় পাঁচ কোম্পানি।
বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশীয় লবণ উৎপাদনের কাজ ব্যাহত হয়েছে। জোয়ারের পানির কারণে কিছুদিন লবণ উৎপাদনের কাজ বন্ধ ছিল। এ সংকট নিরসনের জন্য সাময়িকভাবে দেড় লাখ টন লবণ আমদানির অনুমতি দেয়া হয়েছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, আমদানি করা লবণের প্রথম চালান নিয়ে একটি জাহাজ আগামী রোববার চট্টগ্রাম বন্দরে পৌঁছবে। ওই জাহাজে ৪৮ হাজার টন লবণ আসছে।