খোলা বাজার২৪, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬: জেলা ছাত্রলীগের সাংঘঠনিক সম্পাদক মশিউর রহমান মুশফিককে (২৩) ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা । এ ঘটনায় রুবেল ও শিশির নামে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের ত্রিমোহনী সেতু বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
লালমনিরহাট সরকারী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র নিহত মশিউর রহমান মুশফিক জেলা শহরের তালুক খুটামারা এলাকার মোজাম্মেল হকের ছেলে।
জানা গেছে , সন্ধ্যার পর একটি মোটর সাইকেল যোগে নিহত মুশফিক সহ তিন যুবক ত্রিমোহিনী সেতু বাজার এলাকায় ঘোরাফেরা করে। পরে রাত দশটার দিকে সেতু বাজার এলাকার রাস্তার ধারে তার সঙ্গীয় দুই যুবক তাকে এলোপাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মুশফিকের চিৎকারে লোকজন ছুটে এসে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
পরে দুর্বৃত্তরা সেতু বাজারে রাখা মোটর সাইকেলটি আনতে গেলে স্থানীয় জনতা তাদের কে আটক করে পুলিশে সোপর্দ করে। আদিতমারী থানার ওসি (তদন্ত) ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।