Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

136খোলা বাজার২৪, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬: ৫০০তম টেস্ট। সাবেক অধিনায়করাসহ মাঠে উপস্থিত ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিরা। দিনের শুরুর টস নামক ভাগ্যের খেলায়ও জিতল ভারত। ব্যাটিং করতে নেমে ৪২ রানে লোকেশ রাহুলকে হারালেও এরপর মুরালি বিজয় আর চেতেশ্বর পূজারা ভারতকে কি দুর্দান্ত শুরুটাই দেন।

একটা সময় এক উইকেটে ১৫৪ ছিল ভারতের রান। আর দিন শেষে সেটা ২৯১/৯! বাকি ১৩৭ রান করতেই বাকি আট উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
এদের মধ্যে সবচেয়ে দৃষ্টিকটু আউটটা হয়তো অধিনায়ক কোহলিরই ছিল। ১৫৪ রানে বিজয় আউট হবার পর ওয়াগনারকে যেভাবে পুল করলেন সেটা ভারত অধিনায়কের সাথে একবারেই বেমানান।
আর সেট হয়েও রোহিত শর্মা যেভাবে উইকেট বিলিয়ে এলেন তাতে পরের টেস্টে নিজের জায়গাটা হুমকির মধ্যেই ফেলে দিলেন ‘দ্য গ্রেট শর্মা’।
পূজারা তো স্যান্টনারকে ক্যাচিং প্র্যাকটিস করিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। হৃদিমান সাহা ট্রেন্ট বোল্টের বলে যেভাবে বোল্ড হলেন তাতে করে ধোনির অভাববোধ করেছে ভারত।
মোদ্দা কথা, কানপুর টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে ভারত। ৯ উইকেটে ২৯১ রান দিয়ে আগামীকাল শুক্রবার দ্বিতীয় দিন শুরু করবে ভারত।
উমেশ যাদবকে নিয়ে ইনিংসটাকে যে খুব বড় করতে পারবেন না সেটা বলাই বাহুল্য। তবে প্রথম সেশনে বিক্ষিপ্ত থাকলেও পরের দুটি সেশনে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে টিম সাউদিবিহীন কিউই বোলিং লাইন আপ।
ট্রেন্ট বোল্ট আর স্যান্টনার নিয়েছেন তিনটি করে উইকেট। এছাড়া ক্রেইগ, ইশ সোধি আর নইল ওয়াগনার নিয়েছেন একটি করে উইকেট।