Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14খোলা বাজার২৪, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬: দেশের প্রধান দুই পুঁজিবাজার খোলা থাকবে আগামী শনিবার। ওই দিন ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সব দাপ্তরিক কাজ এবং লেনদেন যথারীতি চলবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। গত ১২ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ক্ষমতাবলে আগের দিন ১১ সেপ্টেম্বরও ছুটি প্রদান করা হয়। ফলে ১১-১৪ সেপ্টেম্বর পর্যন্ত ছয়দিন ছুটি লাভ করেন সরকারি কর্মকর্তারা।
একদিন পরই শুক্রবার ও শনিবার থাকায় ডিএসইর পরিচালনা পর্ষদ বিশেষ বিবেচনায় ১৫ সেপ্টেম্বরও ছুটি ঘোষণা করে। এর সঙ্গে মিল রেখে সিএসই বন্ধ রাখা হয়।
তবে সরকারি ছুটির সাথে সঙ্গতি রেখে ১৫ সেপ্টেম্বরের পরিবর্তে ২৪ সেপ্টেম্বর শনিবার দুই পুঁজিবাজার খোলা রাখার সিদ্ধান্ত হয়। এর ফলে আগামী শনিবার ডিএসই-সিএসইর দাপ্তরিক কার্যক্রম ও লেনদেন চালু থাকবে বলে জানানো হয়।