খোলা বাজার২৪, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬: ঠাকুরগাওয়ের রানীশংকৈলে ছুরি দিয়ে উপুর্যুপরি কুপিয়ে সেতাব আলী(৪০) নামে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। এসময় স্বামীকে বাঁচাতে আহত হয়েছে তার স্ত্রী রেখা বেগম। খুন করে পালানোর সময় ঘাতক জসিমকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
শুক্রবার(২৩ সেপ্টেম্বর) সকালে রানীশংকেল উপজেলার কলিগাও গ্রামে এই ঘটনা ঘটে।
রানীশংকৈল থানার এস আই জায়েরুল ইসলাম জানান, প্রতিবেশী ইদ্রিস আলীর ছেলে জসিম সকালে বাড়িতে ঢুকে সেতাবকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে পালানোর চেষ্টা করে। এসময় নিহতের স্ত্রী রেখা বেগম তাকে জাপটে ধরে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করা হয়।
পূর্ব শত্রুতার জেরে এই খুনের ঘটনা ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।