খোলা বাজার২৪, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬: সুনামগঞ্জে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির সদস্যরা নারায়নতলা বিওপি’র নায়েক মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল শুক্রবার সকালে সীমান্ত মেইন পিলারের গুদিগাঁও নামক স্থানে অভিযান চালিয়ে ৬২ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ এবং ১টি মটরসাইকেল আটক করেছে। যার মূল্য ৩ লাখ ১৩ হাজার , টাকা । এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতীয় মদ এবং মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। তখন বিজিবির সদস্যরা পরিত্যক্ত অবস্থায় মদ এবং মোটরসাইকেল আটক করে । এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাসির উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।