খোলা বাজার২৪, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬: যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১২টি স্বর্ণের বারসহ পাচারকারী যুবককে আটক করেছে বিজিবি।
শুক্রবার বেলা ১১টার দিকে বেনাপোলের পুটখালি সীমান্তের শিকড়ি চারা বটতলা নামক স্থান থেকে স্বর্ণেরবার সহ আশানুর রহমান(৩০)কে আটক করা হয়েছে বলে বিজিবি জানিয়েছেন। আটক আশানুর বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নুর ইসলামের ছেলে।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর লিয়াকত হোসেন বলেন,সোনার একটি বড় চালান নিয়ে বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে ভারতে পাচার করার গোপন সংবাদ পেয়ে বিজিবির টহলদল তাকে আটক করেন ।ওই সময় সে বেনাপোল থেকে পুটখালির দিকে যাচ্ছিল।
পরে তার দেহ তল্লাশি করে ১২টি সোনার বার পাওয়া যায়। যার ওজন এক কেজি তিনশ’গ্রাম। আটককৃত সোনার মুল্য ৫৭ লাখ ৬০ হাজার টাকা । সোনার বার গুলি বেনাপোলের দৌলতপুর গ্রামের আব্দুর রাজ্জাককে দেয়ার জন্য সে নিয়ে যাচ্ছিল বলে জানান আসানুর।
আটক আশানুর রহমানকে বিজিবি থানায় সোপর্দ করেছে এবং এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলে জানায় বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান।