খোলা বাজার২৪, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের কাজিসদর এলাকার ঝিনাই নদী থেকে বুধবার রাতে এক অজ্ঞাত বৃদ্ধার (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তার লাশ ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯টার দিকে ঝিনাই নদীর পানিতে বৃদ্ধার লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। বৃদ্ধার পরনে লাল-কালো শাড়ি ছিল। পার্শবর্তী ধনবাড়ী উপজেলা থেকে লাশটি ভেসে আসতে পারে বলে ধারনা করা হচ্ছে।
ওসি রেজাউল ইসলাম খান বলেন, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে পার্শবর্তী থানাগুলোতে খোজ-খবর নেওয়া হচ্ছে।