খোলা বাজার২৪, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬: মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের মিল্কীপাড়া এলাকার বাসিন্দা, কাসেম বেপারীর বাড়ীর ভাড়াটিয়া সামাদ শেখ এর ছেলে মিজান শেখ (৩৬) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিজানুর রহমান রামপাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন।
ঘটনা সূত্রে জানা যায়, মিল্কীপাড়া এলাকার সূতার ব্যাবসায়ী মিজান শেখ ২১-৯-২০১৬ তারিখে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পূর্বে তার বাবা সামাদ শেখ তাবলীগ জামাতে যাওয়ার সময় সর্বশেষ দেখা হয় ছেলে মিজানের সাথে। তাবলীগে থাকা অবস্থায় বাড়ী থেকে ফোনে খবর পান যে মিজান শেখকে কোথাও খুজে পাওয়া যাচ্ছে না। উক্ত ঘটনায় দুঃশ্চিন্তাগ্রস্থ পরিবার তাকে অনেক জায়গায় খোজ করেন। এ দিকে তার ভাড়ানেয়া রুম বাহির থেকে তালা দেওয়া ছিলো। এভাবে কেটে যায় দুই দিন।
২৩-৯-২০১৬ তারিখ রোজ শুক্রবার সকাল থেকেই মিজান শেখ এর রুম থেকে দুর্গন্ধ ভেসে আসে। দুর্গন্ধের কারনে মিজানের বাবার কিছু একটা সন্দেহ হয়। তার পর এলাকার লোকজন নিয়ে তালা ভেঙ্গে রুমে প্রবেশ করে খাটে কম্বল জড়ানো অবস্থায় মিজানের পচন ধরা মরদেহ সবাই দেখতে পায় ।
অতপর, মৃত মিজান শেখ এর বাবা ও মিল্কীপাড়া এলাকাবাসী সহ উক্ত ঘটনা পুলিশ কে জানায়। তাৎক্ষনিক মুন্সিগঞ্জ সদর থানার এস.আই মফিকুল ও হাতিমারা পুলিশ ফারি’র পুলিশ এসে উক্ত ঘটনার তদন্ত করে। তারপর মৃত মিজান শেখ এর মরদেহ ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
এসআই মফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দিন দুয়েক আগে শ্বাসরোধে মিজানুরকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে।