খোলা বাজার২৪, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৬: মুন্সীগঞ্জে নৌ-ভ্রমনে গিয়ে স্কুল ছাত্র আরাফাত হোসেন অপমৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার গ্রাম্য সালিশে বেত্রাঘাতে ২৩ শিক্ষার্থী আহত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের সাড়ে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সালিশিতে প্রত্যেককে ২৫ টি করে বেত্রাঘাত করা হয়। এতে ২৩ শিক্ষার্থী গুরুতর আহত হয়। আহত শিক্ষার্থীদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ বাগবাড়ি মসজিদ প্রাঙ্গনে সালিশি বৈঠকে পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা শিক্ষার্থীদের বেত্রাঘাত ও জরিমানার রায় দেন।
গত ১৫ সেপ্টেম্বর নৌ-ভ্রমনে গিয়ে নিখোঁজ হয় জেলা শহরের উপকন্ঠ বাগবাড়ি এলাকার নাসির উদ্দিনের ছেলে অষ্টম শ্রেনীর ছাত্র আরাফাত।
নিখোঁজের ৩ দিন পর জেলার সিরাজদীখান উপজেলার দোসরপাড়া এলাকার ইছামতি নদীতে আরাফাতের লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় বৃহস্পতিবার বিকেলে গ্রাম্য সালিশি বৈঠকে বসে।
এ সময় নৌ-ভ্রমনে যাওয়া ২৩ শিক্ষার্থীকে বেত্রাঘাত ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সর্বমোট সাড়ে ১২ লাখ টাকা জরিমানা করে। এ প্রসঙ্গে পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন- পঞ্চায়েত কমিটি সালিশি বৈঠকে শিক্ষার্থীদের বিচার করে। ইউপি চেয়ারম্যান হিসেবে আমি সেখানে উপস্থিত ছিলাম।
পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান,আমি এ ঘটনার কিছুই জানিনা,ঢাকায় আছি ওসিকে পাঠাচ্ছি হাসপাতালে।