Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5kখোলা বাজার২৪, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৬: শেরপুরের গারো পাহাড়ের ঝিনাইগাতী সীমান্তে বন্যহাতির আক্রমণে ললেন কুবি (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় হাতির তান্ডবে একটি ঘর বিধ্বস্ত হয়েছে। ললেন কুবি ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তঘেঁষা ছোট গজনী গ্রামের মৃত মনোহর মৃর ছেলে। আজ ২৪ সেপ্টেম্বর শনিবার ভোরে ছোট গজনী গ্রামে এ ঘটনা ঘটে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে একদল বন্যহাতি ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী তাওয়াকোচা বিটের বিভিন্ন বনে অবস্থান করছিল। এদেরই একটি দল আজ শনিবার ভোরে উপজেলার ছোট গজনী গ্রামে আক্রমণ করে। এ সময় হাতির দলটি ওই গ্রামের ললেন কুবির ধান ক্ষেত পাহাড়া দেওয়ার টংঘরটি গুড়িয়ে দেয় এবং তাঁকে (ললেন কুবি) পদপিষ্ট করে ছিন্নভিন্ন করে ফেলে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসীর সহায়তায় বন বিভাগের কর্মকর্তারা ললেন কুবির লাশ উদ্ধার করেন।

তাওয়াকোচা বিটের বিট কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, ঘটনার সময় কৃষক ললেন কুবি তাঁর ধান ক্ষেত পাহাড়া দেওয়ার জন্য টংঘরটিতে অবস্থান করছিলেন। কিছু বুঝে ওঠার আগেই হাতির দলের আক্রমণে তিনি মারা যান।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মো. কামরুজ্জামান হাতির আক্রমণে কৃষক নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।