এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রলীগ দুই দিনের কর্মসূচি ঘোষনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়েছে- লালমনিরহাট বাসি, আমরা গভীর দুঃখের সহিত জানাচ্ছি যে গত ২২ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার আনুমানিক রাত ৮টায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে লালমনিরহাট জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক, মোঃ মুশফিক রহমান নির্মমভাবে খুন হয়।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালমনিরহাট জেলা ছাত্রলীগ দুই দিনের কর্মসূচি হাতে নিয়েছে।
কর্মসূচি সমূহ: *২৪ সেপ্টেম্বর শনিবার সকাল ০৯.০০টায় জাতীয় পতাকা, দলীয় ও কালো পতাকা উত্তোলন। সকাল ৯.৩০মিনিটে লালমনিরহাট জেলা ছাত্রলীগের অধিনস্ত সকল ইউনিট এর সর্বস্তরের নেতা-কর্মীদের কালো ব্যাচ ধারণ ।
সকাল ১০.০০ টায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় লালমনিরহাট জেলা ছাত্রলীগ কার্যালয়ে পবিত্র কোরআন শরীফ খতম। বাদ আছর লালমনিরহাট জেলা ছাত্রলীগ কার্যালয়ে মিলাদ ও দোয়া এবং শহরের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা।
২৫ শে সেপ্টেম্বর রবিবার সকাল ১১.০০ টায় হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল এবং মিছিল শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় এর নিকট স্বারকলিপি পেশ।
উক্ত সকল কর্মসূচীতে লালমনিরহাট সদর থানা ছাত্রলীগ, লালমনিরহাট পৌর ছাত্রলীগ, সরকারী কলেজ ছাত্রলীগ সহ জেলা ছাত্রলীগের অধিনস্ত সকল ইউনিট এর সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য বিনিতভাবে আহবান করা হয়।