মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিযনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১০টাকা কেজি দরে চাল বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
২৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩টায় শমশেরনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে খাদ্য বান্ধব কর্মসুচীর উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে ও ইউপি সদস্য শেখ রায়হান ফারুকে সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শরীফ মোল্লা, শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ। অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক লোকের কাছে ১০টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়।
শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদ জানান, শমশেরনগর ইউনিয়নে ৮৭০ জন হত দরিদ্রের মাঝে সুলভ মূল্যের কার্ড বিতরণ করা হয়। কার্ড প্রাপ্তরা ১০ টাকা দরে (কেজি প্রতি) নির্ধারিত ডিলারের কাছ থেকে জনপ্রতি ১০ কেজি করে চাল ক্রয় করতে পারবেন।