Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9kখোলা বাজার২৪, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৬: কুষ্টিয়া সদর উপজেলায় অধিপাত্য বিস্তার নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে ইমান আলী ও শাহাবুদ্দিন নামে দুইজন নিহত এবং গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার ভোর ৬টা থেকে উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ হয়।
ঝাউদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দিলীপ কুমার জানান, সামাজিক দলাদলি ও অধিপাত্য বিস্তার নিয়ে ভোর থেকে ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামে বর্তমান ও সাবেক চেয়ারম্যান সমর্থিত সুজা মেম্বার এবং মজিদ মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়।
প্রায় দুই ঘণ্টাব্যাপী দফায় দফায় এই সংঘর্ষে ইমাম আলী ও শাহাবুদ্দিন নামে দুইজন নিহত ও গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
আশংকাজনক অবস্থায় ৮ জনকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সদ্য শেষ হওয়া ইউপি নির্বাচনে ঝাউদিয়া ইউনিয়ন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পান বখতিয়ার হোসেন। আর দলের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়লাভ করেন কেরামত আলী।
নির্বাচনের পর থেকে বর্তমান ও সাবেক এই দুই চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে প্রতিনিয়ত হামলা-পাল্টা হামলার ঘটনায় অশান্ত হয়ে উঠেছে ঝাউদিয়া।
সর্বশেষ গত সোমবার রাত ১টার দিকে ইউনিয়নের আলীনগরসহ কয়েকটি গ্রামে হামলা চালিয়ে শতাধিক বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়।