খোলা বাজার২৪, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৬: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নবম শ্রেনীর ছাত্রী বন্যার বিয়ে ছিল কিন্তু অপ্রাপ্ত বয়সে বিয়ে দেওয়ার অভিযোগে কালীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার শাহানাজ পারভিনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত তা বন্ধ করে দেয়। দুপুর সাড়ে ১২টার সময় ঘটনাস্থলে পৌছে বাল্য বিয়েটি বন্ধ করা হয়।
বন্যা কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের আব্দুল ওহাবের মেয়ে ও স্থানীয় কে পি কে বি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী।
কালীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার শাহানাজ পারভিন জানান, খবর ছিল নবম শ্রেনী পড়–য়া মেয়েটিকে শুক্রবার বিয়ে দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে মেয়ের অভিভাবকদের উপস্থিতিতে বিয়েটি বন্ধ করে দেওয়া হয়। এসময় ‘১৮ বছর বয়সের আগে মেয়েকে বিয়ে দেবেন না’ বলেও মুচলেকা নেওয়া হয় অভিভাবকদের।