সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৬১হাজার ৫ শত টাকা মূল্যের ৪১ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ আটক করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১২টায় ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি)’র সুনামগঞ্জ অঞ্চলের মাছিমপুর বিওপি’র নায়েব সুবেদার মোঃ আব্দুল হাকিম এর নেতৃত্বে একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে শীলডুয়ার নামক স্থানে অভিযান চালিয়ে ৪১ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ আটক করে। এ সময় চোরাকারবারীররা পালিয়ে যায়। যার মূল্য ৬১ হাজার পাচঁশত টাকা । এ সময় বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ঐ সমস্ত অবৈধ ভারতীয় মদগুলো আটক করে । এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তৃতি চলছে বলে জানা যায়।
এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাসির উদ্দিন আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।