খোলা বাজার২৪, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৬: উরিতে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান অনুরাগ ঠাকুর জানিয়ে দিয়েছিলেন, পাকিস্তানের সাথে ক্রিকেট খেলার প্রশ্নই উঠে না।
এবার তাকে সমর্থন জানালেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। জানান, পাকিস্তানের সাথে আর ক্রিকেট খেলবে না ভারত।
তিনি ইন্ডিয়া টু-ডে কে বলেন, ‘সন্ত্রাসবাদ একটি বড় সমস্যা। আমাদের মানুষ যখন সীমান্তে মারা যাচ্ছে, তখন তাদের (পাকিস্তান) সাথে আপনি ক্রিকেট খেলতে পারেন না।’
এর আগে অনুরাগ ঠাকুর বলেন, পাকিস্তান সন্ত্রাসকে ম“ দিচ্ছে- তাদের মুখোশ উন্মাোচন করা জরুরি। তাদের সাথে ক্রিকেট খেলার প্রশ্নই উঠে না।
উল্লেখ্য, দীর্ঘ দিন ধরেই দুই দেশের মধ্যে ক্রিকেট ম্যাচ খেলার ব্যাপার কথা হলেও তা আর আলোর মুখ দেখেনি। এছাড়া ২০০৯ সাল থেকে পাকিস্তানের কোনো ক্রিকেটার ভারতীয় প্রিমিয়ার লিগেও খেলার অনুমতি পায় না।