খোলা বাজার২৪, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৬: নওগাঁ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় থেকে প্রেরিত স্থানীয় সংসদীয় আসনের বিপরীতে প্রাপ্ত পাঁচটি সেলাই মেশিন বিতরন করা হয়েছে। শনিবার সকালে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানাজ মালেক সেলাই মেশিন বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনিসুর রহমান, হিসাব রক্ষক আজিজুর রহমান, প্রশিক্ষক নাসরিন বেগমসহ স্থানীয় মহিলা সমিতির সভানেত্রী ও সম্পাদিকা প্রমুখ।