খোলা বাজার২৪, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৬: আইনানুগত বিবাহ অনুষ্ঠান নিশ্চিতকরন বিষয়ে অগ্রগতি পর্যালোচনা এবং ফ্রন্টডেক্স্র সিটিজেনস চার্টার ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন, প্রধানন্মন্ত্রী কার্যালয়ের গভনেন্স ইনোভেশান ইউনিটের মহাপরিচালক মোঃ অব্দুল হালিম। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এর আয়োজন করে।
জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদা ইয়াসমিন, ডিডিএলজি আব্দুর রফিক, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, সিভিল সার্জন ডাঃ এ,কে,এম মোজাহার হোসেন বুলবুল, ইসলামিক ফাউন্ডেশানের উপ-পরিচাল সৈয়দ আমিন উদ্দীন মাহমুদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনিছার রহমান, জেলা রেজিষ্টার শাহজাহান আলী প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় জেলা ও উপজেলার সরকারী বেসরকারী কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, নিকাহ কাজী ও পুরোহিতসহ শতাধিক লোক অংশ গ্রহন করেন।