খোলা বাজার২৪, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৬:নওগাঁ : নওগাঁ জেলা জাতীয় পার্টির নির্বাহী কমিটি ও উপজেলা, পৌরসভা এবং অঙ্গ সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান সেন্টু। শনিবার দুপুরে জেলা জাতীয় পার্টির অফিস কার্যালয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ইফতারুল ইসলাম বকুল, যুগ্ম সম্পাদক গোলাম কবির, সদর উপজেলা শাখার আহবায়ক আতিকুর রহমান, জাতীয় মহিলা পার্টির সভানেএী রাবেয়া খাতুন বেলী, মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি সেকেন্দার আলী, বদলগাছী উপজেলা শাখার সাধারন সম্পাদক বেলাল হোসেন, পতœীতলা উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আজগর আলী, ধামইরহাট উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।