খোলা বাজার২৪, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৬: আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৬৯তম জন্মদিন। এবার ওয়াশিংটনেই ছেলে-মেয়ে, নাতি-নাতনীদের সান্নিধ্যে জন্মদিন পালন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রধামন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটনে এসে পৌঁছান এবং সরাসরি তিনি তার পুত্র সজিব ওয়াজেদ জয়ের বাসভবনে চলে যান। আগামী ২৫ সেপ্টেম্বর রবিবার দেশে ফিরে যাবার কথা থাকলেও অবশেষে পুত্র কন্যা নাতী নাতনীদের অনুরোধে জন্মদিন ওয়াশিংটনেই পালনের সিদ্ধান্ত গ্রহন করেছেন।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
আবদুস সোবহান গোলাপ বলেন, প্রধানমন্ত্রী আগামী ২৯ সেপ্টেম্বর বৃহষ্পতিবার দেশের উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করবেন এবং ৩০ সেপ্টেম্বর শুক্রবার তার দেশে ফিরে যাবার কথা রয়েছে।
উল্লেখ্য, লন্ডন, কানাডা এবং সর্বশেষ জাতিসংঘে ৪ দিনের লাগাতার কর্মসূচিতে অংশগ্রহণের পর ২২সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্ক থেকে সড়কপথে ওয়াশিংটনে এসে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওয়াশিংটনে অবস্থানকালে কোন সভা-সমাবেশে অংশ নেবেন না বলে সিদ্ধান্ত ছিল। কিন্তু ওয়াশিংটনের নেতাকর্মীদের প্রচন্ড অনুরোধে আগামীকাল শনিবার নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হবার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।