Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4kরাজধানীর মতিঝিল এলাকা থেকে ডিবির চার ভুয়া সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ওয়াকিটকি ও খেলনা পিস্তল ছাড়াও ডিবির জ্যাকেট, হাতকড়া ও সিগ্যাল লাইট উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে মতিঝিল এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।
গ্রেফতারকৃতরা হলেন- শফিকুল ইসলাম, ইব্রাহিম হোসেন, ইমরান হাসান ও আপেল।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি) মাসরুকুর রহমান খালেদ জানান, গ্রেফতারকৃতরা মাইক্রোবাসে করে বিভিন্ন এলাকায় টহল দেন। তারা টার্গেটকৃত পথচারী, বিভিন্ন মার্কেট থেকে দোকানদার ও রাস্তা থেকে ব্যক্তিদের উঠিয়ে নেন।
ডিবি পুলিশের নাম ব্যবহার করে টার্গেটকৃত ব্যক্তিদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন নিয়ে রাস্তায় ফেলে দেন। অনেক ক্ষেত্রে নির্দিষ্ট ব্যক্তির কাছ মোটা অঙ্কের টাকা পাওয়ার পর আটককৃত ব্যক্তিকে ছেড়ে দেন।