Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
index
খোলা বাজার২৪,রবিবার,২৫ সেপ্টেম্বর  ২০১৬: মৌলভীবাজারে জাতীয় যুব সংহতির সম্মেলনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট ফারুক আহমদ মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রসহ জেলায় এ নির্দেশ জারি করেন।

দলীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, আজ দুপুর ২টার দিকে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জাতীয় যুব সংহতি মৌলভীবাজার জেলা শাখার পূর্ব নির্ধারিত সম্মেলন ছিল। এ সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে কুলাউড়া উপজেলা কমিটির আহ্বায়ক আশরাফ উদ্দিন হিরুর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত পৌর জনমিলন কেন্দ্রসহ জেলার কোথায়ও যাতে জাতীয় যুব সংহতির ব্যানারে কোন প্রোগ্রাম না হয় সে জন্য অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট ফারুক আহমদ সদর থানার ওসিকে নির্দেশ প্রদান করেন।

এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন বলেন, কোর্টের নির্দেশে পৌর জনমিলন কেন্দ্রসহ জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।