রোববার বেলা সাড়ে এগারটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কাযালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন,আমরা মধ্যবর্তী চাই না। অবৈধ ভাবে নির্বাচনের নামে তামাশা করে ক্ষমতা দখলকারী সরকারের অধীনে নির্বাচন চাই না। আমরা চাই নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে জাতীয় নির্বাচন। এজন্য সরকারের কাছে আমরা বারবার আহবান জানিয়ে আসছি আলাপ আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করে দ্রুত নির্বাচন দিন।
বিএনপি বিষধর সাপ আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদের এমন বক্তব্যর সমালোচনা করে দুদু বলেন, আওয়ামী লীগের সভানেত্রীকে খুশী করতে এরকম বক্তব্য দিচ্ছেন তিনি। আওয়ামী লীগ সরকার তামাশার নির্বাচন দিয়ে সরকার গঠন করে জাতিকে বিষধর সাপের মতো ছোবল দিয়ে যাচ্ছে। বিএনপি একটি গণতান্ত্রিক ও জনগণের দল।
তিনি বলেন,সরকারের প্রচারনায় গাজীপুরের মেয়র অধ্যাপক এম এ মান্নান সকল মিথ্যা মামলায় জামিন পাওয়ার পরও তাকে শোণ্যোরেস্ট দেখিয়েছে। সরকার মেয়র মান্নানের বিজয় মেনে নিতে পারেনি বল্্হিাস্যকর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এতে আমরা উবিগ্ন হয়েছি। এবং সরকারের এমন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
দেশে রাজনীতির স্বাভাবিক পরিবেশ রয়েছে ভয়েস অব আমেরিকায় এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, দেশে রাজনীতির স্বাভাবিক রাজনীতি থাকলে আন্তর্জাতিক গণমাধ্যম এ ধরনের প্রশ্ন করতো না। তবে প্রধানমন্ত্রী তার স্বভাবসুলব উত্তর দিয়েছেন। যার সাথে সত্যর কোন মিল নেই। আমরা রাজপথে মিছিল মিটিং করতে পারি না। এমনকি ঘরের মধ্যেও অনুমতি দেয়া হয় না। এটা সবাই জানে ।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার,খায়রুল কবির খোকন,সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ।