খোলা বাজার২৪,রবিবার,২৫ সেপ্টেম্বর ২০১৬: আইএস-এর নামে অন্যদেশ থেকে বাংলাদেশিদের নিয়ে ভিডিও, ভুল তথ্য আপলোড করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রোববার দুপুরের দিকে ঢাকার উত্তরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
কামাল বলেন, ‘বাংলাদেশের আইএস-এর কোনো ভিত্তি ও সাংগঠনিক কাঠামো কিংবা কোনো নেতা নেই। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যদেশে থেকে ভুল তথ্য ও ভিডিও আপলোড করা হচ্ছে।’
ইউটিউবে সম্প্রতি পাওয়া আইএস-এর দাবি করা ভিডিওবার্তা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আইএস-এর কোনো অস্তিত্ব নেই বলে আবারও স্পষ্ট করে জানিয়ে দেন।’