খোলা বাজার২৪,রবিবার,২৫ সেপ্টেম্বর ২০১৬: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উদ্যোগে সাধারন শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা এবং সমাধানের জন্য প্রশাসনিক কর্মকর্তাদের অবহিত করা বিষয়ক এক সমাবেশ অনুষ্ঠিত হয় । বিশ্ববিদ্যালয় গাহি সাম্যের গান মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের সমস্যা তুলে ধরেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ছাব্বির আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক আপেল মাহমুদ, সহ সভাপতি আবু নাদের নঈম, যুগ্ন সাধারন সম্পাদক নাজমুস সাকিব, সানি আরাফাত, সাংগঠনিক সম্পাদক আকাশ চক্রর্বতী, অগ্নিবীনা হল শাখার সাধারন সম্পাদক রিজবী শিফাত শিবলী। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার মধ্যে ২৭ টি সমস্যা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের কাছে স্বারক লিপি প্রদান করে ছাত্রলীগ।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক আপেল মাহমুদ বলেন ছাত্রলীগ সবসময় সাধারন শিক্ষার্থীদের নিয়ে গঠন মুলক আন্দোলন করে থাকে। শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে ছাত্রলীগ অগ্রনী ভুমিকা পালন করে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে সাধারন শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে এ উদ্যোগ গ্রহন করি। বিশ্ববিদ্যালয় আবাসিক সমস্যা, রাস্তার উন্নয়ন, সেশনজট সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে।