খোলা বাজার২৪,রবিবার,২৫ সেপ্টেম্বর ২০১৬: মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহিবাস উল্টে ১ জন নিহত ২০ আহত হয়েছে। রবিবার সকাল সারে ১০ টার দিকে জেলার সিরাজদিখানের ধলেশ্বরী-২ ব্রীজের ঢালে কুচিয়ামোড়া কলেজগেট নামক স্থানে এই ঘটনা ঘটে।
জানা যায়, ডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে, মকবুল হোসেন (৫০) নামের ১ পথচারী চাপা পড়ে নিহত ও আহত হয়েছে কমপক্ষে ২০ বাসযাত্রী। নিহত মকবুল সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা গ্রামের আমান মিয়ার ছেলে। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। এ সময় প্রায় ৪০ মিনিট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলে মহাসড়কের দু’পাশে প্রায় ৮ কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, টঙ্গীবাড়ী থেকে ঢাকাগামী ডিএম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উল্টে যায়, এ সময় ১ পথচারী বাসের নীচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। ঘটনার পর পর রাস্তা থেকে গাড়ি সরিয়ে নেওয়া হলে চলাচল স্বাভাবিক হয়।