খোলা বাজার২৪,রবিবার,২৫ সেপ্টেম্বর ২০১৬: বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল।
মাইলফলক ছুঁতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৫ রান প্রয়োজন ছিল তামিমের। তৃতীয় ওভারের শেষ বলে দওলত জাদরানের বলে স্কয়ার লেগ দিয়ে চার মেরে মাইলফলক স্পর্শ করেন তামিম।
সব মিলিয়ে ২৪৮ ম্যাচের ২৮৫ ইনিংসে ৯ হাজার রান হলো তামিমের। তামিমের চেয়ে বেশ খানিকটা পেছনে থেকে আন্তর্জাতিক রানে দুইয়ে সাকিব আল হাসান। এই ম্যাচের শুরুতে সাকিবের রান ৮ হাজার ৩২৪। ৭ হাজার ২৭৩ রান নিয়ে তিনে মুশফিকুর রহিম।
৬ হাজার ৬৫৫ রান নিয়ে চারে এখন আন্তজাতিক ক্রিকেটের বাইরে থাকা মোহাম্মদ আশরাফুল। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার পাঁচ নম্বরে ৫ হাজার ১৯৪ রান নিয়ে।
তিন সংস্করণের প্রতিটিতে আলাদা করেও বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান ও সর্বোচ্চ ইনিংস তামিমের।