খোলা বাজার২৪,রবিবার,২৫ সেপ্টেম্বর ২০১৬: নরসিংদীতে তিতাস গ্যাস কতৃপক্ষ অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার বাড়িতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। আজ শনিবার বিকাল পর্যন্ত ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্যাট এনডিসি কাবিরুল ইসলাম খান অভিযান চালিয়ে অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেন। এসময় নিরসিংদী তিতাস গ্যাস আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মোঃ তৌহিদুল ইসলাম উপস্থিত থেকে সংযোগ বিচ্ছিন্ন কর্যক্রম পরিচালনা করেন। দির্ঘ ৫ ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে সদর উপজেলার মাধবদীর ফুলতলা, শিলমান্দি, মহিষাশুরা, বালুসাইর, সুইজ গেইট, উদিঙ্গা, চান্দের পাড়া, বথুয়াদি ও আবদুল্লাপুর সহ ১৩টি এলাকার প্রায় দশ হাজারেরও বেশী অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
নরসিংদী তিতাস গ্যাস অঞ্চলিক বিক্রয় কেন্দ্রের উপ মহা-ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। এসময় এনডিসি কাবিরুল ইসলাম খানের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক পুলিশ পুরো এলাকা ঘিরে রাখে। কারিগরী ব্যবস্থাপক পারভেজ আহম্মেদের নেতৃত্বে একটি কারিগরী দল মাটি খুড়ে প্রায় ১৫ হাজার ফিট ৩ ইঞ্চি ও ২ ইঞ্চি ব্যাসার্ধের লোহার পাইপ উদ্ধার করে। উদ্ধাকৃত পাইপগুলো অত্যন্ত নিম্মমানের লোহার পাইপ থেকে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার সম্ভাবনা ছিল বলে জানান তিতাস কতৃপক্ষ। তবে এই ঘটনায় কাউকে আটক বা জরিমানা করা যায়নি। অভিযান চলাকালে সংযোগ বিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শন করেন । নরসিংদীতে একে একে সব অবৈধ গ্যাস সংযোগ তোলে নেয়া হবে। কেউ অবৈধ ভাবে গ্যাস ব্যবহার করতে পারবেনা। এ ব্যপারে প্রশাসন কঠোর পদক্ষেপ হাতে নিয়েছে বলেও সাংবাদিকদের জানান।
নরসিংদী-মদনগজ্ঞ সড়কের পাশ দিয়ে যাওয়া শিল্প লাইন থেকে তিতাসের উচ্চ চাপের সরবারহ লাইন থেকে অবৈধ ভাবে ২৫ হাজারের বেশী বাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হয়। এতে সরকার প্রতিমাসে প্রায় কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। নরসিংদী জেলা প্রশাসন বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় ভ্রামামান আদালতের ম্যজিষ্ট্যাট সল্পতার কারনে অভিযান পরিচালনা কিছুটা ব্যহত হচ্ছে। সেই সুযোগে সাধারন মানুষকে ধোকা দিয়ে বারবার বাড়ি থেকে টাকা তুলে পুনরায় সংযোগ দিচ্ছে। কতিপয় একটি দালাল চক্র প্রতি সংযোগ থেকে ২০ থেকে ৩০ হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলেও জানা গেছে।
নরসিংদী তিতাস গ্যাস বিক্রয় কেন্দ্রের উপ মহা-ব্যাবস্থাপক তৌহিদুল ইসলাম বলেন, অবৈধ ভাবে সংযোগ নিয়ে সরকারী সম্পদের ক্ষতিসাধনের জন্য মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতিমধ্যে অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে ৪০টি বেশী মামলা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের ম্যজিষ্ট্যাট পাওয়া গেলে খুব শিঘ্রই সকল অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এখন থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত রাখতে জেলা ও পুলিশ প্রশাসন সবরকম সহযেগিতার আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, নরসিংদীতে লক্ষাধিক অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে ইতিপূর্বে চোরাই সিন্ডিকেটে ম্যাজিষ্ট্যাট, সাংবাদিক ও তিতাসের ডিজিএম সহ গ্যাস বিচ্ছিন্নকারীদের উপর হামলা চালিয়ে গাড়ী ও মটর সাইকেল ভাংচুর করেছে। অবৈধ গ্যাস সংযোগ ও কতৃপক্ষের উপর হামলার কারনে প্রায় অর্ধশতাধিক মামলা হযেছে। কিন্ত পুলিশ আইনী পদক্ষেপ নিতে গড়িমসি করছে বলে অভিযোগ ঊঠেছে। এছাড়া পুলিশ মোটা অংকের টাকা নিযে আসামী না ধরায এর বিস্তার আরও বৃদ্ধি পেয়েছে বলেও অভিযোগ রয়েছে। তাই অনেকটা বেপরোয় এখন গ্যাস চোরাই সিন্ডিকেট।