Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

64খোলা বাজার২৪,রবিবার,২৫ সেপ্টেম্বর ২০১৬: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির দায় আমার। আমি চালকও নই, মালিকও নই, তারপরও মানুষের মৃত্যুর দায় সরকারের পক্ষ থেকে আমি স্বীকার করে নিচ্ছি।

রোববার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এই দায় স্বীকার করেন।
ওবায়দুল কাদের বলেন, কয়েকশ মানুষ মারা যায়নি, ১৫৩ জন মারা গেছে। তারপরও আমি বলি একজন মানুষের মৃত্যুও কাম্য নয়।
তিনি আরো বলেন, ঈদের সময় ওভার টেকিং, ওভার স্পিড থাকে, থাকে ওভার লোডিংও। তারপরও সরকারের পক্ষ থেকে আমি দায় মেনে নিয়েছি।
অপর এক সম্পূরক প্রশ্নে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন, বাসের কোনো লাইসেন্স নেই, ফিটনেসও নেই, চালকেরও কোনো লাইসেন্স নেই। আসলে সড়ক দুর্ঘটনা রোধে কী করছেন মন্ত্রী বলবেন কী?
জবাবে মন্ত্রী বলেন, আমরা এটা নিয়ে সমন্বিতভাবে চেষ্টা করে যাচ্ছি। সড়ক পরিবহন আইনে আরো কঠোর শাস্তির বিধান করে পরিবারপ্রতি গাড়ির সংখ্যা সীমিত করার ব্যবস্থা করা হচ্ছে। যাতে দুর্ঘটনার জন্য যে দায়ী তাকে শাস্তি দেওয়া যায়।