Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
3bd82ba5d020b0a58b119b93bb8c5697-untitled-27
খোলা বাজার২৪,সোমবার,২৬ সেপ্টেম্বর  ২০১৬ঃ   প্রায় এক বছর ধরে চলা হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার পর মার্কিন সময় সোমবার রাতে (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কের হ্যাম্পস্টেডে প্রথমবারের মত অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট প্রার্থীর বিতর্ক। খবর কোয়ার্টজের।

জানা যায়, নির্বাচনের আগে তিনটি বিতর্কে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হবে। এনবিসি চ্যানেলের নাইটলি নিউজের উপস্থাপক লেস্টার হল্ট বিতর্কটির মধ্যস্থতা করবেন।

মিডিয়ার গবেষকরা ধারণা করছেন, প্রায় ১০০ মিলিয়ন দর্শক বিতর্কটি দেখবেন। টিভিতে সরাসরি সম্প্রচার ছাড়াও বিভিন্ন সংবাদ সংস্থার নেটওয়ার্ক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিতর্কটি দেখা যাবে।

বিতর্ক চলাকালীন টিভিতে কোন ধরনের বিজ্ঞাপন বিরতি হবে না। পূর্বের সময় রাত ৮টায় বিতর্কটি শুরু হবে। ৯০ মিনিট বিতর্ক চলবে।

আপনি চাইলে আমেরিকার বিভিন্ন চ্যানেল যেমন- সিএনএন, এবিসি, সিবিএস, ফক্স, ফক্স নিউজ, ফক্স, এনবিসি এর মধ্যে এই বিতর্ক দেখতে পারবেন।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এবিসি চ্যানেলের পেইজ, টুইটার, ইউটিউবের ওয়াশিংটন পোস্ট, ফক্স নিউজ, পিবিএস, টেলিমুন্ডো এবং ব্লুম্বার্গের একাউন্টে বিতর্কটি দেখানো হবে।

স্ন্যাপচ্যাট থেকেও লাইভ করা হবে।

বিভিন্ন সংবাদমাধ্যমের ওয়েব সাইটেও আপনি দেখতে পারেন এই বিতর্ক। যেমন- বাজ ফিড, হাফিংটন পোস্ট, পলিটিকো। সিবিএস নিউজ ইত্যাদি।

Debates. Org এ আপনি পেতে পারেন বিতর্কের অনুষ্ঠানের বিস্তারিত বর্ণনা।

মজার বিষয় হল- এনবিসি অল্টস্পেস ভিআরের সাথে অংশীদারিতে ভার্চুয়াল রিয়ালিটি তৈরি করবে। যে কেউ স্যামসাং ফোন, অকুলাস রিফট অথবা এইচটিসি ভাইব ব্যবহার করেন তারা অল্টস্পেস ভিআর ডাউনলোড করে হিলারি এবং ট্রাম্পকে সামনাসামনি বসে দেখার অভিজ্ঞতা পাবেন।

মার্কিন সময় সোমবার রাতে ৮টার (বাংলাদেশে মঙ্গলবার সকাল ৬টায়) টেলিভশনে প্রচারিত এই বিতর্ক ইতিহাসের এমন এক অনুষ্ঠান হতে যাচ্ছে যা পৃথিবীর যে কোন প্রান্ত থেকে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ দেখতে পারবেন।