দি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক খবরে জানানো হয়েছে, ছবিটি প্রকাশিত হওয়ার পর এ নিয়ে সামাজিক মাধ্যমে বেশ হৈ চৈ শুরু হয়েছে। বিশেষ করে সামাজিক মাধ্যম টুইটারে নিজেদের মতো করে ছবির ‘ক্যাপশন’ জুড়ে দিচ্ছেন সাধারণ মানুষ।
টুইট ব্যবহারকারী একজন লিখেছেন, আপনি যখন বোর্ড অব ডিরেক্টরের মুখোমুখি। বিক্রি নিয়ে বড় বড় টার্গেটের কথা বলেছিলেন। কিন্তু টার্গেট পুরো করতে পারেননি।
অন্য এক ব্যক্তি রসিকতা করে লিখেছেন, যখন পরিবার থেকে বলা হয়, বিয়ে করছ কবে? অন্য একজন লিখেছেন, ২০১৪ সালের আগে পাকিস্তান নিয়ে টুইটগুলোর (মোদির) ব্যাখ্যা দিন। আরো একজন লিখেছেন, দুই বছর হয়ে গেল। আর কোনো স্কিম নেই?
তবে যে ছবি নিয়ে এত হৈ চৈ সেটি আসলে একটি বইয়ের প্রকাশনা উৎসবের ছবি। শুক্রবার ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারীর লেখা বই ‘সিটিজেন এবং সোসাইটি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
ছবিতে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ অন্যরা আসলে বসে আছেন দর্শকসারিতে। বিপরীত পাশে আলোচকদের সারিতে বসে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খেয়াল করে দেখলেই বোঝা যাবে মোদির পাশে আরো একটি চেয়ার রয়েছে।
ছবিটি তোলা হয়েছে এমন সময়, যখন এক আলোচক বইটি নিয়ে আলোচনা করছিলেন আর ভারতের সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রীসহ অন্যরা তা মনোযোগ দিয়ে শুনছিলেন। আর একারণেই মাথা নিচু করে থাকা মোদিকে বেশ চিন্তিত মনে হচ্ছিল। কী ভাবছেন মোদি?