Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬: হবিগঞ্জের চুনারুঘাট থানাকে একটি পিকআপ ভ্যান গাড়ী প্রদান করেছে র‌্যাংগস মটরস লিঃ। এ উপলক্ষে গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। বিশেষ অতিথি ছিলেন, চুরুঘাঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, অতিরিক্ত পুলিশ সুপার আ.স.ম সামছুর রহমান ভূইয়া, র‌্যাংগস মরটস লিঃ এর সিইও দিলীপ ব্যানার্জী, ডিজিএম সারোয়ার জাহান, সহকারী পুলিশ সুপার সুদিপ্ত রায়, সাজিদুর রহমান, রাসেলুর রহমান।
এতে উপস্থিত ছিলেন, লাখাই থানার ওসি মোঃ মোজাম্মেল হক, বানিয়াচং থানার ওসি অমূল্য কুমার চৌধুরী, হবিগঞ্জ সদর থানার ওসি তদন্ত ফয়সাল আতিক, ডিবির ওসি আজমিরীজ্জামান, শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজিম উদ্দিন, মাধবপুর থানার ওসি মোক্তাদির হোসেন রিপন প্রমূখ।