খোলা বাজার২৪, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬: হবিগঞ্জ শহরের রাজনগর এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম শিপন (২২) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় অপর বিক্রেতা বাবা রুবেল পালিয়ে যায়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত ৮টায় ডিবির এসআই সুদ্বিপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ রাজনগর এলাকায় অভিযান চালিয়ে শিপনকে আটক করে। এ সময় অপর মাদক বিক্রেতা বাবা রুবেল পালিয়ে যায়। পরে তার ঘরে তল্লাশী চালিয়ে মাদক সেবনের সরঞ্জাম, একটি দা, একটি চাকু উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মামলা করেছে।