খোলা বাজার২৪, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬: শাহার্রুপ সুমন, লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধায় অভিযানে ২৮ পিচ ইয়াবাসহ তিন মাদক মামলার আসামী গ্রেফতার । রবিবার রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অভিযান চালিয়ে ২৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক মামলার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দোয়ানী পুলিশ ফাঁড়ি ইনচার্জ।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে দোয়ানী পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই সেলিম রেজার নেতৃত্বে উপজেলার ঠ্যাংঝাড়া মৌজাস্ত তাজেল মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২৮ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ লিটন ওরফে ফুল মিয়া (২৯) কে গ্রেফতার করেছে। লিটন পাটগ্রাম উপজেলার জমগ্রাম ডাঙ্গাটারী গ্রামের মতিয়ার ্ওরফে গুলি মতিয়ারের পুত্র বলে জানা গেছে।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম নিশ্চিত করে বলেছেন, উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আজ সকালে আদালতে সোর্পদ্দ করা হয়েছে।