Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

25খোলা বাজার২৪, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণির ‘বি’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সোমবার দুপুরে ‘বি’ ও ‘ই’ ইউনিটের সভাপতি এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের নিকট ফলাফল হস্তান্তর করেন।

ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িলহঁ.ধপ.নফ বা/িি.িধফসরংংরড়হ.লহঁ.ধপ.নফ এ পাওয়া যাচ্ছে।
এসময় রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. মনিরা জাহান, বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হোসনে আরা বেগম, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু জাফর, ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, দর্শন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দার, চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহা. আলপ্তগীন, সংগীত বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক অণিমা রায় এবং নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল হালিম প্রামাণিক উপস্থিত ছিলেন।