Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

30খোলা বাজার২৪, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬: ভারতের কলকাতায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র ৬ সদস্যকে আটক করেছে ভারতের আইন শৃঙ্খলা বাহিনী।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, সোমবার তাদের আটক করা হয়। আসাম ও পশ্চিমবঙ্গ থেকে তাদের আটক করা হয়।
খবরে বলা হয় আটক ছয়জনের মধ্যে চারজন ২০১৪ সালে খাগড়াগ্রায়ে বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত। পশ্চিমবঙ্গে অন্যতম শীর্ষ জঙ্গিকেও ধরার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশের জয়েন্ট কমিশনার (অপরাধ) বিশাল গর্গ বলেন, ‘আটকেরা খাগড়াগ্রা বিস্ফোরণের পর আর পশ্চিমবঙ্গে থাকেনি। ঘটনার পরই চলে যায় দক্ষিণ ও উত্তর পূর্বের রাজ্যগুলোতে।
তিনি বলেন, ‘তারা ভারতে ব্যপক বিধ্বংসী কোনো পরিকল্পনা করছিলেন। আমরা আরও জানতে চেষ্টা করছি।’
পুলিশ আরও জানিয়েছে, আটকরা ভারতের বিভিন্ন এলাকায় নাশকতা করার পরিকল্পনাও করছিলেন।
তবে কারও নাম জানানো হয়নি এখনো।