খোলা বাজার২৪, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬: নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের জন্য শেষ দিনে ভারতের প্রয়োজন ছিল মাত্র ছয়টি উইকেট। সে লক্ষ্যে পৌঁছাতেও খুব বেশি সময় নেননি ভারতীয় বোলাররা। মধ্যাহ্নবিরতির পরেই ২৩০ রানে গুটিয়ে গেছে কিউই ইনিংস। ১৯৭ রানের দাপুটে জয় দিয়ে নিজেদের ৫০০তম টেস্ট স্মরণীয় করে রেখেছে ভারত। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে আবারও ভারতের জয়ের নায়ক রবিচন্দ্রন অশ্বিন।
৪৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনেই নিউজিল্যান্ড হারিয়েছিল চারটি উইকেট। ভারতের জয়টাও প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল তখনই। পঞ্চম উইকেটে ১০২ রানের জুটি গড়ে ভারতের জয় শুধু বিলম্বিতই করতে পেরেছেন লুক রনকি ও মিচেল সান্টনার। আজ পঞ্চম দিনের প্রথম ঘণ্টায়ও ভারতীয় বোলারদের হতাশ করেছিলেন এ দুই কিউই ব্যাটসম্যান।
দিনের প্রথম সাফল্য পাওয়ার জন্য ভারতকে অপেক্ষা করতে হয়েছে ২১তম ওভার পর্যন্ত। রবীন্দ্র জাদেজা সাজঘরে ফিরিয়েছেন ৮০ রান করা রনকিকে। এর পর আর কোনো প্রতিরোধ গড়তে পারেননি কিউই ব্যাটসম্যানরা। অশ্বিন ও মোহাম্মদ সামির দুর্দান্ত বোলিংয়ের মুখে পঞ্চম দিনে ৫০ ওভার ব্যাটিং করেই শেষ হয়েছে নিউজিল্যান্ডের ইনিংস। প্রথম ইনিংসে চার উইকেটের পর দ্বিতীয় ইনিংসে অশ্বিন নিয়েছেন ছয়টি উইকেট। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে এই অফস্পিনারের হাতে।
কানপুর টেস্টের প্রথম ইনিংসে ভারতের করা ৩১৮ রানের জবাবে নিউজিল্যান্ড করেছিল ২৬২ রান। দ্বিতীয় ইনিংসে ৩৭৭ রান সংগ্রহ করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল ভারত। নিউজিল্যান্ডের সামনে ছুড়ে দিয়েছিল ৪৩৪ রানের লক্ষ্য।