খোলা বাজার২৪, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বাংলাদেশে বিনিয়োগের অনেক সুযোগ সৃষ্টি হয়েছে। এ লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে।’
সোমবার বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস কক্ষে হাইতির ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্কস অথরিটির মহাপরিচালক কার্ল ফ্রিডারিকমেরি ফিলিপ ডেব্রোস ও বাংলাদেশের হামিম গ্রুপের এমডি একে আজাদের নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সৃষ্টির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন স্থানে একশ’টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। বেশ কিছু বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীগণ এসব স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগ করছেন।