এ সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহে বৈঠক দুটি হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানান ওই নেতা।
এদিকে, বিএনপির জাতীয় কাউন্সিলের পর দলটির নতুন নির্বাহী কমিটির আনুষ্ঠানিক সভা এখনো করতে পারেনি। যদিও এর মধ্যে বিএনপি চেয়ারপারসন দলের জাতীয় স্থায়ী কমিটি ও সিনিয়র নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। কিন্তু এখন পর্যন্ত জাতীয় নির্বাহী কমিটি নিয়ে কোনো সভা করেননি তিনি।
নির্দলীয় সরকার এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের দাবি আদায়ে জনমত সৃষ্টির লক্ষে নভেম্বর ডিসেম্বর মাসকে টার্গেট রেখে পুরোপুরি মাঠে নামার চিন্তাভাবনা করছে বিএনপি।
এর আগেই জাতীয় নির্বাহী কমিটির একটি আনুষ্ঠানিক সভা করার কথা চিন্তা ভাবনা করছে দলটি। উপকমিটিসহ অবশিষ্ট কাজ শেষ করে আগামী মাসে সদ্য ঘোষিত নির্বাহী কমিটির সঙ্গে আনুষ্ঠানিক সভার সম্ভাবনা রয়েছে। এরপরই দলকে চাঙ্গা করতে মাঠে নামবে বিএনপি। পাশাপাশি নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের দাবি ও সরকারের নানা অপকর্মের চিত্র জনগণকে অবহিত করতে খালেদা জিয়ার নেতৃত্বে দেশব্যাপী গণসংযোগে নামবেন দলটির নেতারা।
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম বলেছেন, ‘নির্দলীয় সরকার এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের দাবি আদায়ে জনমত সৃষ্টির লক্ষে নভেম্বর ডিসেম্বর মাসকে টার্গেট রেখে আমাদের পুরোপুরি মাঠে নামার চিন্তাভাবনা রয়েছে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটিতে আলোচনার পর। বিএনপির এ নেতার মতে, কর্তৃত্ববাদী সরকার গণতন্ত্রের সবকিছু তাদের পকেটে ঢুকিয়ে ফেলেছে। এখন বিএনপির জন্য রয়েছে সংবাদ সম্মেলন, জাতীয় প্রেসক্লাবে ভেতরের ভিআইপি রাউন্ডে বসে কথা বলা। এর বাইরে আর কোনো জায়গা নেই। এর বাইরে কোথাও অনুষ্ঠানের জন্য জায়গা বরাদ্দ নিতে গেলে কত কাঠখড় পোড়াতে হয় তা তো আপনারা দেখেছেন। তাই এসব বিষয় মাথায় রেখে আমরা আমাদের কর্মসূচিগুলো নিয়ে কাজ করছি